পাঁচ শ্রেণীর মানুষের জন্য ফেরেশতারা ক্ষমা ও রহমতের দোয়া করে।


পাঁচ শ্রেণীর মানুষের জন্য ফেরেশতারা ক্ষমা রহমতের দোয়া করে।

- যে ব্যক্তি অজুসহ ঘুমায়।

- যে ব্যক্তি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর দুরুদ পাঠ করে ফেরেশতারা তার জন্যে রহমতের দোয়া করে, বরং আল্লাহ নিজেই তার জন্যে দুরুদ পাঠ (রহমত বর্ষন) করেন।

- যে ব্যক্তি অজুসহ ফরজ নামাজের জামাতের অপেক্ষায় থাকে।

- যে ব্যক্তি জনকল্যানে ব্যয় করে, যেমন মসজিদ, মাদরাসা ইবাদতখান তৈরি করে , গরিব - অসহায় মানুষকে সাহায্য করে, এতিম- গরিব তালেবে ইলমদের অভিভাবকত্ত গ্রহন করে, ইত্যাদি।তাদের জন্য ফেরেশতারা দোয়া করে।

- যে ব্যক্তি অসুস্থ রুগীর সেবা সুশ্রতায় লিপ্ত তার জন্যও অসংখ্য ফেরেশতারা ক্ষমা রহমতের দোয়া করে।
যাদের জন্য ফেরেশতারা ক্ষমা রহমতের দোয়া করে, আল্লাহ তা'য়ালা আমাদেরকে তাদের জামাতে শামিল করুন, আমিন।



মুফতি জাকির হোসাইন।
মোহতামিম,
জামিয়া রাওজাতুল উলূম ঢাকা।
উওরা ঢাকা-১২৩০।
পেশ ইমাম,মসজিদ আল-মাগফিরাহ।
উওরা ঢাকা-
১২৩০।